আজকে দেখব সব প্রোগ্রামারের প্রথম প্রোগ্রাম "Hello World"
এর জন্যে আমরা ব্যাবহার করব আমাদের অতি পরিচিত printf() ফাংশন।
চলো লিখে ফেলি প্রথম প্রোগ্রাম:
#include <stdio.h>
int main ()
{
printf("Hello World");
return 0;
}
যা কম্পাইলার এ দেখাবে এরূপ:
এবার আমরা build অপশন এ গিয়ে run (F9) করব। তাহলে দেখা যাবে নিম্নরূপ:
ব্যাস হয়ে গেল আমাদের প্রথম প্রোগ্রাম।
যেকোন প্রয়োজনে আমি Musab Abdullah আছি ফেসবুক এ। আমাকে ম্যাসেজ করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন।
যেকোন প্রয়োজনে আমি Musab Abdullah আছি ফেসবুক এ। আমাকে ম্যাসেজ করতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন।


No comments:
Post a Comment