প্রথম প্রোগ্রাম "Hello World"

বন্ধুরা,

আজকে দেখব সব প্রোগ্রামারের প্রথম প্রোগ্রাম "Hello World"
এর জন্যে আমরা ব্যাবহার করব আমাদের অতি পরিচিত printf() ফাংশন।

চলো লিখে ফেলি প্রথম প্রোগ্রাম:

#include <stdio.h>
int main ()

{
    printf("Hello World");
 
    return 0;
}

যা কম্পাইলার এ দেখাবে এরূপ:


এবার আমরা build অপশন এ গিয়ে run  (F9)  করব। তাহলে দেখা যাবে নিম্নরূপ:

ব্যাস হয়ে গেল আমাদের প্রথম প্রোগ্রাম।



যেকোন প্রয়োজনে আমি Musab Abdullah আছি ফেসবুক এ। আমাকে ম্যাসেজ করতে পারেন বা এখানে কমেন্ট কর‍তে পারেন।

No comments:

Post a Comment